দ্য রিপোর্ট ডেস্ক: চীনের একটি শহরে বিস্ফোরণে ভবন ধসের ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (৭ জানুয়ারি) ১২টার দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অফিসের ক্যাফেটেরিয়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সরকারি কর্মকর্তাদের ধারণা, গ্যাস পাইপ ফুটো হওয়ার জেরে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। চংকিং সিটি প্রশাসন অনলাইনে দেওয়া এক বিবৃতিতেও এ ধরনের ধারণার কথা জানিয়েছে।

জানা গেছে, বিস্ফোরণে ক্যাফেটেরিয়া ধসে পড়ে ভেতরে মানুষজন আটকা পড়ে। গত রাতেও উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের নিচ থেকে মরদেহ উদ্ধারকাজ চালিয়েছেন।

জিনহুয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার করা এক ব্যক্তির অবস্থা বেগতিক। সে ক্ষেত্রে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। সূত্র: এবিসি নিউজ।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ জানুয়ারি, ২০২২)