দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর কাপ্তান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার (৮ জানুয়ারি) আগুন নিয়ন্ত্রণ শেষে ডাম্পিংয়ের সময় তার মরদেহ পাওয়া যায়।

ফায়ার সার্ভিস জানায়, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ২১। তার নাম ইয়াসিন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ডাম্পিংয়ের সময় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার ব্যাপারে অনুসন্ধান চলছে।

এর আগে ভোর পৌনে ৫টায় কাপ্তান বাজার কসাইপট্টির দোকানপাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২ ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর ৬টা ০৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের খবর এখনও জানা যায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ জানুয়ারি, ২০২২)