ব্রাজিলে হ্রদের নৌকায় পাহাড়ধসে নিহত ৬

দ্য রিপোর্ট ডেস্ক: ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফারনাস হ্রদে ভ্রমণকারীদের নৌকার ওপর পাহাড় ধসে পড়ে অন্তত ৬ জন নিহত এবং অন্তত ৩২ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির।
ব্রাজিলের মিনাস গেরিয়াস প্রদেশের লেকটিতে স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। ওই এলাকায় টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে সাংবাদিকদের বলেছেন দেশটির ফায়ার সার্ভিসের কর্মকর্তা লেফটেন্যান্ট পেড্রো আয়হারো।
ডুবুরিরা উদ্ধার কাজ চালাচ্ছেন। ফায়ার সার্ভিসের হেলিকপ্টারও উদ্ধারকাজে যুক্ত হয়েছে।
পাহাড়ধসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় একটি নৌকা ডুবে গেছে। অন্য দুটি নৌকা সেখান থেকে নিরাপদে সরে আসতে সক্ষম হয়েছে।
প্রথমে ২০ জন নিখোঁজের কথা বলা হলেও হাসপাতালের তথ্য যাচাইবাছাই শেষে তিন জন নিখোঁজের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ফারনাস হ্রদ, যেটি ১৯৫৮ সালে একটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য তৈরি করা হয়েছিল, সাও পাওলো থেকে প্রায় ৪২০ কিলোমিটার (২৬০ মাইল) উত্তরের এই অঞ্চল একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি সপ্তাহে পাঁচ হাজারের মতো পর্যটক ঘুরতে যান সেখানে। এ ছাড়া ছুটির দিনে বেড়াতে যান অন্তত ৩০ হাজার মানুষ।
(দ্য রিপোর্ট/আরজেড/০৯ জানুয়ারি, ২০২২)