দ্য রিপোর্ট প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির পাঁচদিন পর মা-মেয়েসহ নিখোঁজ চারজনের মরদহে উদ্ধার করেছে নৌ-পুলিশ। তবে এ ঘটনায় এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন।

রবিবার (৯ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রলারডুবির স্থান থেকে কিছুটা দূরে চারটি লাশ ভাসতে দেখে আমাদের খবর দেন স্থানীয় লোকজন। পরে আমরা গিয়ে উদ্ধার করি। লাশ শনাক্তের চেষ্টা চলছে।

৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ১০ জন নিখোঁজ হন। অন্তত ৩০ যাত্রী বহনকারী ট্রলারটি এমভি ফারহান-৬ নামের লঞ্চের ধাক্কায় নদীতে ডুবে যায়। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ওই ১০ জনকে পাওয়া যায়নি। সেদিন থেকেই তাদের খোঁজ পেতে ধলেশ্বরীর তীরে অপেক্ষায় রয়েছেন স্বজনরা।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম জানান, কুয়াশার মধ্যে বেপরোয়া গতিতে লঞ্চটি চলছিল বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ কারণে এ দুর্ঘটনা ঘটে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ জানুয়ারি, ২০২২)