'সোমা এখন রিকশা চালায় ঢাকা শহরে'
দ্য রিপোর্ট প্রতিবেদক: সোমা নামের এই নারী এখন রাজধানীতে যন্ত্রচালিত রিকশা চালাচ্ছেন। তিনি দুই মাস আগে ময়মনসিংহ থেকে ঢাকা এসেছেন।
তার স্বামীও ঢাকা শহরে রিকশা চালাতেন। অসুস্থ স্বামী এখন শয্যাশায়ী। দুই ছেলে মেয়ের সংসারের জোয়াল তাই নিজের কাঁধে তুলে নিয়েছেন সোমা। ছবিটি রাজধানীর সেগুনবাগিচার বারডেম হাসপাতালের সামনে থেকে তোলা।
ছবি:তৌহিদুল ইসলাম মিন্টু।
(দ্য রিপোর্ট/আরজেড/০৯ জানুয়ারি, ২০২২)