দ্য রিপোর্ট প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় শফি উল্লাহ কাটা ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ রবিবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪-এর (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক গণমাধ্যমকে জানান, ১৬নং ক্যাম্পের জি ব্লক থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে। তবে কীভাবে ঘটল, তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এর আগেও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ জানুয়ারি, ২০২২)