দ্য রিপোর্ট ডেস্ক: ট্রান্সফার উইন্ডোতে বরাবরই আলোচনার তুঙ্গে থাকেন কিলিয়ান এমবাপে। মাঠের পারফরম্যান্স দিয়েও বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন। এবার ভিন্ন কারণে গণমাধ্যমে শিরোনাম হলেন এই ফরাসি উইঙ্গার। জানা গেছে, হত্যার হুমকি পেয়েছেন ২৩ বছর বয়সী এই তারকা। তাও আবার নিজের জন্মস্থান বন্ডি’তে।

পিএসজি গতি তারকার ২১তম জন্মদিনে বন্ডির একটি ভবনে তার ম্যুরাল বানানো হয়। যেখানে ফুটিয়ে তোলা হয় এমবাপের স্বপ্ন এবং ফরাসিদের হয়ে খেলে সেটা বাস্তবায়নের গল্প। ম্যুরালে লেখা ছিল, ‘নিজের স্বপ্নকে ভালোবাসো। স্বপ্নও তোমাকে ভালোবাসবে। শুধু এটাই কর।’

সেই ম্যুরালে কে বা কারা সরাসরি হত্যার হুমকি দিয়েছে এমবাপেকে। এক বার্তায় লিখেছে, ‘এমবাপে, তুমি শেষ।’ শুধু এমবাপে নয়, হুমকি দেওয়া হয়েছে বন্ডি শহরের মেয়র পদপ্রার্থী সিলভিন থমাসিনকেও।

বিষয়টি নিয়ে চরম বিরক্ত থমাসিন, ‘কাপুরুষতা ও দুর্বলতা ছাপিয়ে এ ধরনের কাজ গণতন্ত্রে নয়া আক্রমণ। এই ঘটনা আমার বিরোধীদের বিরক্তিকর আবহাওয়ার বহিঃপ্রকাশ।’

তিনি বলেন, ‘এমবাপের ম্যুরালটি একটি মহৎ প্রতীক। যেখানে বলা হচ্ছে, স্বপ্ন দেখো এবং অর্জনে সর্বোচ্চ চেষ্টা করো। আজকের ঘটনা, আশা জাগানিয়া সেই বার্তাকেও ধ্বংস করেছে।’

সম্প্রতি নিজের ভক্তের প্রতি সাধারণদের বাজে আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন এমবাপে, এ প্রসঙ্গে কড়া জবাবও দিয়েছেন তিনি। এদিকে গুঞ্জন উঠেছে, সামনের মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন ফরাসি তারকা। দলবদলের বাজারে আরেক খবর, এ বছরই পিএসজির হয়ে চুক্তি বাড়াচ্ছেন এমবাপে।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ জানুয়ারি, ২০২২)