৭ পদাতিক ডিভিশন বরিশাল কর্তৃক শীতবস্ত্র বিতরণ
দ্য রিপোর্ট প্রতিবেদক: ৭ পদাতিক ডিভিশন এবং এরিয়া সদর দপ্তর বরিশাল এর সার্বিক ব্যবস্থাপনায় ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেংগল রেজিমেন্টের তত্ত্বাবধানে বেজেরডাঙ্গা, ফুলতলা ,খুলনা, এলাকায় দুঃস্থ ও শীতার্ত
মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) উক্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম আনোয়ার হোসেন, এএফডব্লিউসি, পিএসসি। এসময় আরো উপস্থিত ছিলেন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রিয়ার অধিনায়ক মেজর তানভীর রশিদ খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর মোঃ সিরাজুল ইসলাম,পিএসসি এবং লেফটেনেন্ট তাজউদ্দিন আহমেদ রৌদ্র।
করোনাকালীন এই প্রতিকূল পরিস্থিতিতে সেনাবাহিনীর এরূপ মানব সেবামূলক মহৎ কার্যক্রমকে অত্র এলাকার মানুষ অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করে এবং ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ৭ পদাতিক ডিভিশনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
শীতবস্ত্র বিতরণ শেষে ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার বাংলাদেশে ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সদস্যদের মাঝে শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণের সনদপত্র বিতরণ করেন।
(দ্য রিপোর্ট/আরজেড/১৪ জানুয়ারি, ২০২২)