মেসি-সালাহকে টপকে বর্ষসেরা লেভানডোভস্কি
দ্য রিপোর্ট ডেস্ক: পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহকে টপকে ফিফ দ্য বেস্ট তথা বর্ষসেরা নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি।
সোমবার (১৭ জানুয়ারি) রাতে সুইজারল্যান্ডের জুরিখে এই পুরস্কার ঘোষণা করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এক নজরে দেখে নিন কে কোন বিভাগে বর্ষসেরা
বর্ষসেরা নারী ফুটবলার: অ্যালেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা)। বার্সেলোনাকে ট্রেবল জেতানোর পুরস্কার পেলেন পুতেয়াস। তিনি সতীর্থ জেনিফার এর্মোসো ও চেলসির স্যাম কেরকে টপকে এই পুরস্কার জেতেন।
বর্ষসেরা গোল: এরিক লামেলা (সেভিয়া)। আর্সেনালের বিপক্ষে দারুণ গোল করে লামেলা বর্ষসেরা গোল তথা পুসকাস অ্যাওয়ার্ড জেতেন। তখন লামেলা ছিলেন টটেনহ্যামে।
ফিফা স্পেশাল অ্যাওয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো ( পর্তুগাল)। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে রোনালদো জেতেন ফিফা স্পেশাল অ্যাওয়ার্ড। ইরানের ফুটবলার আলী দাইয়ির গড়া ১০৯ গোলের রেকর্ড ভেঙে রোনালদো করেন ১১৫ গোল।
বর্ষসেরা পুরুষ কোচ: টমাস টুখেল (চেলসি)। চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতানোয় বর্ষসেরা পুরুষ কোচ হিসেবে নির্বাচিত হন জার্মান কোচ টুখেল।
বর্ষসেরা নারী কোচ: এমা হায়েস (চেলসি)। বার্সেলোনার নারী কোচ লুইস কোর্তেস আর ইংল্যান্ড নারী জাতীয় দলের বর্তমান কোচ সারা উইগম্যানকে টপকে এ পুরস্কার জিতেছেন তিনি।
বর্ষসেরা পুরুষ গোলরক্ষক: অ্যাডওয়ার্ড মেন্ডি (চেলসি)। চ্যাম্পিয়নস লিগ জেতানোয় বড় অবদান মেন্ডির। ১৭ ম্যাচের মধ্যে ১৩ ম্যাচে কোনো গোল হজম করেননি।
বর্ষসেরা নারী গোলরক্ষক: ক্রিস্টিয়ান এন্ডলার।
ফিফা ফেয়ার প্লে: ডেনমার্ক ফুটবল দল এবং মেডিক্যাল টিম ফিফা ফেয়ার প্লে পুরস্কার জেতে।
বর্ষসেরা ফ্যান পুরস্কার: ডেনমার্ক এবং ফিনল্যান্ডের ভক্তরা। ইউরোতে ডেনমার্কের ফুটবলার এরিকসেন মাঠে অসুস্থ হয়ে পড়লে দুই দেশের ভক্তরা এক হয়ে প্রার্থনা করেন তার সুস্থতার জন্য। এতেই দুই দেশের ভক্তরা বর্ষসেরা ফ্যান পুরস্কার পান।
(দ্য রিপোর্ট/আরজেড/১৮ জানুয়ারি, ২০২২)