আইনি ব্যবস্থা নেবেন জায়েদ খান
দ্য রিপোর্ট প্রতিবেদক: অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যার খবর প্রকাশ্যে আসার পর কয়েকজন চলচ্চিত্রকর্মী চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে হত্যার অভিযোগের তীর ছোড়েন। তার কয়েক ঘণ্টার মধ্যেই জানা যায়, শিমুকে হত্যা করেছে তার স্বামী সাখাওয়াত আলীম নোবেল।
সোমবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতভর জিজ্ঞাসাবাদ ও জেরার পর হত্যার দায় স্বীকার করে নোবেল। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে জায়েদ খানের নাম জড়ানোর অভিযোগে আইনি ব্যবস্থ নিচ্ছেন তিনি। তার ভাষায়, ‘তিন-চারজন মানুষ নির্বাচন বানচাল এবং নোংরা রাজনীতি করার জন্য ইচ্ছাকৃতভাবে আমার নাম জড়িয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়। আমার সম্মানহানি করার জন্য আইনি পদক্ষেপ নেব।’
জায়েদ খান আরও বলেন, ‘গত দুই বছরে শিমুর সঙ্গে আমার দেখা ও কথা হয়নি। আর যা হচ্ছে তা নির্বাচন ঘিরে তিন-চারজনকে সামনে রেখে অন্য কেউ নোংরা রাজনীতি করছে। তাদের সহযোগী সদস্য করা হয়েছিল ২০১৭ সালে। সেটি ২০২২ সালে এসে কেন কথা হবে। তারা হাইকোর্টে মামলা করেছে সেটি চলমান। সেই চলমান বিষয়টি নিয়ে কেন নোংরামি হবে?’
(দ্য রিপোর্ট/আরজেড/১৮ জানুয়ারি, ২০২২)