দ্য রিপোর্ট প্রতিবেদক: সারাদেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। পাশাপাশি হিমেল বাতাসে মানুষের ভোগান্তি বেড়েছে কয়েকগুণে। আগামী ২৩ থেকে ২৪ জানুয়ারির দিকে দেশের কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। 

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, দু'একদিনের মধ্যে শৈত্যপ্রবাহ কেটে গেলেও আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা রয়েছে।

আর জানুয়ারির শেষ দিকে আরেক দফা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

মাঘের শুরুতে দেশের পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছিল। মঙ্গলবার থেকে এর বিস্তার কমে আসছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, নওগাঁ, দিনাজপুর ও পঞ্চগড় জেলায় এখন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বুধবার তাপমাত্রা বাড়তে পারে। এখন শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। উত্তর পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে। এতে রাতে শীতের অনুভূতি বাড়ছে।

এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ জানুয়ারি, ২০২২)