শ্রীলঙ্কা সফরেই শেষ হোয়াটমোর অধ্যায়!
দিরিপোর্ট২৪ ডেস্ক : আসন্ন শ্রীলঙ্কা সফরের পর ডেভ হোয়াটমোরের সঙ্গে চুক্তি নবায়ন না করার চিন্তা-ভাবনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার জায়গায় আবারও কোচ হিসেবে ওয়াকার ইউনুস দায়িত্ব নিতে পারেন বলে গুজব উঠেছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে হারার পর হোয়াটমোরের বিকল্প নিয়ে বেশি করে ভাবছে পিসিবি।
২০১২ সালের মার্চ মাসে পাকিস্তান দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন হোয়াটমোর। তার অধীনে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি পাকিস্তান। ১০টি টেস্টের মধ্যে মাত্র ২টি তে জেতে মিসবাহরা। আর ৩৮টি ওয়ানডের মধ্যে ১৮টিতে জয় ও হেরেছে ১৭টিতে। এছাড়া আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুটি ম্যাচ ড্র হয়েছে।
হোয়াটমোরের অধীনে দল ভালো না করায় চিন্তিত বোর্ড কর্মকর্তারা। তাই চতুর্থ ওয়ানডেতে হারার পর ইন্টেরিয়াম ম্যানেজম্যান্ট কমিটির(আইএমসি)প্রধান নাজাম সেথি একান্তে আলাপ করেছেন সাবেক কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে।
সেধি বলেছেন ‘বিদেশি কোচের বিরুদ্ধে আমরা নই। আমাদের কিছু সমস্যা আছে। তা হলো আমাদের বেশির ভাগ খেলোয়াড়ই ভালো ইংরেজি বলতে পারে না। এজন্য বিদেশি কোচের সঙ্গে আমাদের খেলোয়াড়দের সম্পর্কের উন্নয়ন ভালোভাবে হয় না।’
এদিকে পিসিবির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে কথা চলছে বলে জানিয়েছেন ৫৯ বছর বয়সী হোয়াটমোর। তার মতে, পুরো বিষয়টি নির্ভর করছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর।
(দিরিপোর্ট২৪/এমআই/সিজি/এইচএসএম/নভেম্বর ১১, ২০১৩)