করোনায় আক্রান্ত হলেন নায়িকা শাবনাজ
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকাই সিনেমার নব্বই দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ করোনায় আক্রান্ত হয়েছেন। তার স্বামী চিত্রনায়ক নাঈম খবরটি নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
তাদের দুজনের নাম দিয়ে ফেসবুক পেজে খবরটি জানানো হয় সবাইকে। নাঈম লেখেন, শাবনাজ করোনায় আক্রান্ত। আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। শাবনাজ এখন বাসায় সবার থেকে আলাদা আছে।
নাঈম আরও জানান, গতকালকে শাবনাজের জ্বর ছিল। পরীক্ষা করে কোভিড পজিটিভ এসেছে এবং ডাক্তারের পরামর্শ মেনে চলছে। আপনাদের সবাইকে অনুরোধ করছি সাবধানে থাকবেন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আল্লাহ শাবনাজকে সুস্থতা দান করুন। আমিন।
(দ্য রিপোর্ট/আরজেড/২৪ জানুয়ারি, ২০২২)