দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচিতে যোগ দিতে আসা সর্বস্তরের মানুষের ঢল জাতীয় প্যারেড গ্রাউন্ডে। কিন্তু মূল গ্রাউন্ডে প্রবেশের জন্য পাঁচটি প্রবেশদ্বার থাকলেও বিচ্ছিন্নভাবে প্রবেশ করছে অনেকেই।

মূল প্রবেশদ্বারগুলোতে গণনা যন্ত্র থাকলেও বিচ্ছিন্নভাবে প্রবেশের জন্য মূল অংশগ্রহণকারীদের প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না। সকাল ৯টা ৪০ মিনিটে গণনাযন্ত্রের হিসাব অনুযায়ী অংশগ্রহণকারী সংখ্যা দুই লাখ পেরিয়েছে। তবে গেট ভেঙে ও দেয়াল টপকে প্রবেশের কারণে প্রকৃত সংখ্যা অর্ধেকেরও কম গণনা হয়েছে বলে মনে করছেন উপস্থিত পর্যবেক্ষকরা।

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে প্রবেশ করতে না পেরে অনেকেই বিরক্ত হয়ে এমনটি করছেন বলে জানা গেছে। আবার অনেকেই প্রখর রোদে দাঁড়াতে না পেরে ফিরে যাচ্ছেন। এ পর্যন্ত পদদলিত হয়ে এবং প্রখর রোদ ও গরমে ১০ জনের অধিক হতাহতের ঘটনা ঘটেছে। হতাহতদের প্যারেড গ্রাউন্ডে পাশে স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

দ্য রিপোর্ট/আরএইচ/এমএ/এইচএসএম/মার্চ ২৬, ২০১৪)