দ্য রিপোর্ট প্রতিবেদক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে এখন পর্যন্ত পাঁচ জনকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

সংস্থাটির একটি টিম তাদের ঢাকার বিভিন্ন স্থান থেকে আটক করেছে। আটককৃতদের সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় হস্তান্তর করা হবে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকালে এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ বলেন, থানায় হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, সোমবার (২৪ জানুয়ারি) রাজধানীর উত্তরা ও ফার্মগেট এলাকা থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে তাদের পরিবার। তবে সিআইডির কেউই তাদের আটকের বিষয়ে কোনও মন্তব্য করেননি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ জানুয়ারি, ২০২২)