কাঞ্চন-জায়েদকে নিয়ে টিয়া পাখির ভবিষ্যদ্বাণী সত্যি হলো!
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তুমুল আগ্রহ ছিলো মানুষের। এ বিষয়ে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় টিয়া পাখির ভাগ্য গণনায় জানিয়েছিলেন কারা হতে যাচ্ছেন শিল্পী সমিতির পরবর্তী কমিটির নেতা। ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়েছে।
চিঠির খামের সূত্র ধরে ‘অবুঝ মন’ নামের একটি টিয়া পাখি ভবিষ্যদ্বাণী দিয়েছিল, শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হবেন। টিয়া পাখির ভবিষ্যদ্বাণী সত্যি করে তারা দু’জনই শিল্পী সমিতির নেতৃত্বে এসেছেন! নিছক মজার জন্য ভিডিওটি করা হলেও টিয়া পাখির গণনা আর ভোটারদের রায় মিলে গেছে।
শিল্পী সমিতির এবারের নির্বাচন ঘিরে উত্তেজনার কমতি ছিল না। ভোটযুদ্ধে পর্দার নায়কের বিরুদ্ধে সভাপতি পদে লড়েছেন খল অভিনেতা মিশা সওদাগর। তিনি দীর্ঘদিন শিল্পী সমিতির নেতৃত্বে ছিলেন। সর্বশেষ টানা দুইবারের সভাপতি মিশা সওদাগর। তবে এবার নায়কেরই জয় হয়েছে।
আজ শনিবার (২৯ জানুয়ারি) ফেসবুকে সমিতির নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন মিশা সওদাগর। সেই সঙ্গে সাধারণ সম্পাদক জায়েদ খানকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। কাঞ্চন-জায়েদের একসঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘অভিনন্দন’।
প্রসঙ্গত, শিল্পী সমিতির এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন। ১৯১ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জায়েদ খান। তার প্রতিদ্বন্দ্বী নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।
(দ্য রিপোর্ট/আরজেড/৩০ জানুয়ারি, ২০২২)