রেকর্ড ভাঙল বাংলাদেশ
দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা দুই লাখ ৩০ হাজার ছাড়িয়ে যায় সকাল সাড়ে ১০টার আগেই। আর এই সংখ্যার মাধ্যমেই ভারতের গড়া এক লাখ ৫০ হাজার মানুষের অংশগ্রহণে গাওয়া জাতীয় সংগীতের বিশ্ব রেকর্ড ভাঙল বাংলাদেশ। সকাল ১১টায় জানা যায়, প্যারেড গ্রাউন্ডে প্রবেশকারীর সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৬৮১ জন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ও সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচিতে অংশ নিয়েছে শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের পেশাজীবী মানুষ।
ছবি : সৌজন্যে মাছরাঙা টেলিভিশন
(দ্য রিপোর্ট/আরএইচ/এইচএসএম/মার্চ ২৬, ২০১৪)