কুমিল্লায় নিজ বাসায় যুবককে গলা কেটে হত্যা
দ্য রিপোর্ট প্রতিবেদক: কুমিল্লা নগরীতে নিজ বাসায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের নুরপুর চৌমুহনী এলাকার বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান।
নিহত গোলাম রাফি সরওয়ার (৩৫) নুরপুর এলাকার মৃত আনোয়ার হেসেনের ছেলে। তিনি ওই এলাকায় মোবাইল ফোন রিচার্জের ব্যবসা করতেন।
নিহতের মা সৈয়দা আক্তার বলেন, শনিবার আমি নগরীর কাজিপাড়ায় আমার মেয়ের বাসায় বেড়াতে যাই। রবিবার অনেকবার কল করেও রাফির কোনো সাড়া পাইনি। পরে রাত সাড়ে ৯টার দিকে বাসায় এসে দেখি ঘরের মধ্যে ছেলের গলা কাটা লাশ। এরপর আমরা বিষয়টি পুলিশকে জানাই।
নিহতের ভাই গোলাম রাব্বি সরওয়ার বলেন, আমি সারা দিন দোকানে ছিলাম। কে বা কারা আমার ভাইকে এমন নির্মমভাবে খুন করেছে বলতে পারব না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আফসান মিয়া জানান, ছেলেটা অনেক ভদ্র ছিল। আমার জানামতে তাঁর কারো সঙ্গে বিরোধে ছিল না। গত প্রায় ৮ মাস আগে স্ত্রীর সঙ্গে রাফির ডিভোর্স হয়ে গেছে। আমরা সুন্দরভাবে সেটি মিমাংসা করে দিয়েছি। আমি খুনিদের দ্রুত শনাক্ত করে বিচার দাবি করছি।
রাত ১১টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে খুনের কারণ আমরা এখনো জানতে পারিনি। মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খুনি শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/আরজেড/৩১ জানুয়ারি, ২০২২)