সেই ইয়াসিরকে সরানোর শর্তে দলে ফিরেছেন মিরাজ
দ্য রিপোর্ট প্রতিবেদক: জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফের দলে ফিরেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাবেক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
শনিবার দলের পঞ্চম ম্যাচের আগে হুট করেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এই অল-রাউন্ডারকে। এই ঘটনার পর দল থেকে বের হয়ে যাবার কথা ওঠে তার। এরপর থেকে নানান কথা ছড়াতে থাকে চারদিকে।
শেষ পর্যন্ত মেহেদী মিরাজ পরিষ্কার করেন, কেন তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন। মিরাজ জানান, চট্টগ্রাম দলের চিফ অপারেটিং অফিসার (সিওও) সায়েদ ইয়াসির আলীর ব্যবহার তার ভালো লাগেনি। যে কারণেই না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
‘কোচের (পল নিক্সনের) সঙ্গে আমার ৩০ মিনিট কথা হয়েছে। সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বিবৃতি দিয়েছেন উনি। ইয়াসিরই সবচেয়ে বড় কালপ্রিট। ইয়াসির থাকলে আমি খেলবো না। আমি নিশ্চিত মালিককে যেভাবে বলা হচ্ছিল, তারা সেভাবেই সবকিছু করছিলেন।’
রবিবার বিকেলে ৫টার ফ্লাইটে ঢাকা ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত সিওও ইয়াসিরকে সরিয়ে দেওয়ার শর্তে পুনরায় দলে ফিরেছেন মেহেদী মিরাজ।
এদিকে ইয়াসির জানান, প্রধান কোচ পল নিক্সন ইংল্যান্ড ফেরার আগে মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা বলে যান।
(দ্য রিপোর্ট/আরজেড/৩১ জানুয়ারি, ২০২২)