বাঙালি আবার নতুন ইতিহাস গড়বে : প্রধানমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ গাওয়ার মধ্য দিয়ে বাঙালি আবার নতুন ইতিহাস গড়বে। ১৯৭১ সালে বাংলাদেশ যে চেতনায় দেশ স্বাধীন করে ইতিহাস সৃষ্টি করেছিল। তেমনি আজও একই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ নতুন ইতিহাস সৃষ্টি করবে।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে বুধবার সকাল সোয়া ১১টায় লাখো কণ্ঠে ‘সোনার বাংলা’জাতীয় সংগীত গাওয়ার পূর্বে শুভেচ্ছা বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা উপস্থিত হয়েছি স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য। যে জাতীয় সংগীত আমাদের উজ্জীবিত করে, সে জাতীয় সংগীত আজ পরিবেশিত হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাই এখানে উপস্থিত হয়েছে। আজ বাংলাদেশ নতুন আরেকটি রেকর্ড গড়বে।’
এ সময় আশা প্রকাশ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি এগিয়ে যাবে। একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।’
(দ্য রিপোর্ট/আরএইচ/এসআর/এএইচএ/এনডিএস/এইচএসএম/মার্চ ২৬, ২০১৪)