ফেনসিডিল মাদক, পরিবহন অবৈধ : আপিল বিভাগ
দ্য রিপোর্ট প্রতিবেদক: ফেনসিডিল এক প্রকার মাদক এবং এটি পরিবহন অবৈধ বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।
১৯৯৭ সালে ঝিনাইদহ সদর উপজেলার বাদল পাল নামে এক ব্যক্তি ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়ার পর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল।
এ রায়ের বিরুদ্ধে বাদলের আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাকে খালাস দিয়ে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ফেনসিডিল মাদক নয় এবং এটি পরিবহন অপরাধ নয়।
এ রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ আপিলের শুনানি শেষে আপিল বিভাগ আজ সকালে হাইকোর্টের সেই রায় বাতিল করে বাদলের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন এবং জানান ফেনসিডিল মাদক, এটি পরিবহন করা অবৈধ।
এক সময় ফেনসিডিল কাশির সিরাপ হিসেবে ব্যবহৃত হলেও এটি ধীরে ধীরে নেশার বস্তুতে পরিণত হয়। আজকের উচ্চ আদালতের এ রায়ে ফেনসিডিল সংক্রান্ত অনেক মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
(দ্য রিপোর্ট/আরজেড/০১ ফেব্রুয়ারি, ২০২২)