জানুয়ারিতে করোনায় মৃতদের ৭৩% টিকা নেননি
দ্য রিপোর্ট প্রতিবেদক: চলতি বছরের জানুয়ারিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৭৩ শতাংশ টিকা নেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে বুধবার দুপুরে এই তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম।
অধ্যাপক নাজমুল ইসলাম জানান, চলতি বছর জানুয়ারিতে করোনায় আক্রান্ত হয়ে ৩১ জন মারা গেছেন সারাদেশে। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছিলেন ৭৮ জন, দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬৮ জন।
এসময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। জানুয়ারিতে ঢাকা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন। সবমিলিয়ে ঢাকায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৪৫১ জনের; মৃত্যুর হার ৪৩ দশমিক ৮৪ শতাংশ।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে করোনায় শনাক্তের ৩১ শতাংশ থেকে নেমে ২৯ শতাংশের কিছু বেশি রয়েছে। তবে একে খুব পরিবর্তন বলে নারাজ স্বাস্থ্য অধিদপ্তর।
তিনি বলেন, গত সাত দিনে সংক্রমণ পরিস্থিতি আমরা যা দেখেছি তা ৩০ শতাংশের উপরে ও খানিক নিচে ঘুরপাক খেয়েছে। সংক্রমণের হার ছিল ৩১ দশমিক ৬৪ শতাংশ। ১ ফেব্রুয়ারি সেটি নেমে এসেছে ২৯ দশমিক ১৭ শতাংশে। কিন্তু সেটি খুব বড় পরিবর্তন নয়। সপ্তাহের শুরুতে রোগী শনাক্ত হয়েছিলেন ১৫ হাজার ৫২৭ জন, ১ ফেব্রুয়ারি তা ছিল ১৩ হাজার ১৫৪ জনে। পুরো সপ্তাহজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা ১০ থেকে ১৫ হাজারের মধ্যে রয়েছে।
করোনায় শনাক্ত ও মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, গত ২০২০ সালে জুন-জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ৫ লাখ ১৩ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৫৯ জনের। সবচেয়ে বেশি রোগী ছিল ২০২১ সালের জুলাই-আগস্ট মাসে। জুলাই মাসে ৩ লাখ ৩৬ হাজারের বেশি, আগস্ট মাসে ২ লাখ ৫১ হাজারেরও বেশি। মৃত্যুর ঘটনাও এ দুই মাসে সবচেয়ে বেশি ছিল। জুন মাসে ৬ হাজার ১৮২ জন, আগস্ট মাসে ৫ হাজার ৫১০ জন। তারপর শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করলেও ২০২২ সালের জানুয়ারিতে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল বেশি।
গত ২৮ জানুয়ারি সংক্রমণের হার ছিল সবচেয়ে বেশি, ৩৩ শতাংশ। আর সর্বনিম্ন ছিল ২০২০ সালের ৩০ মার্চ, দশমিক ৬৫ শতাংশ।
(দ্য রিপোর্ট/আরজেড/০২ ফেব্রুয়ারি, ২০২২)