চোখের পানিতে হিমেলের শেষ বিদায়
দ্য রিপোর্ট প্রতিবেদক: সহপাঠী, স্বজন ও অন্যন্য শিক্ষার্থীদের চোখের পানিতে ট্রাকচাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাসান হিমেলের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার দুপুর আড়াইটায় নাটোরের গাড়িখানা কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয় হিমেলকে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য দুটি আবাসিক হল ও একটি ২০ তলা একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। ২০ তলা একাডেমিক ভবনটি নির্মাণ করা হচ্ছে শহীদ হবিবুর রহমান হলের দক্ষিণ পাশে। এই ভবনগুলো নির্মাণ করতে বেশ কয়েকটি ট্রাকযোগে নির্মাণসামগ্রী আনা-নেওয়ার কাজ করছে। মঙ্গলবার রাতে শহীদ হবিবুর রহমান হলের দিক থেকে মোটরসাইকেলে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন হিমেল ও রিমেল। এ সময় নির্মাণাধীন ২০ তলা একাডেমিক ভবনের গেটের সামনে পৌঁছলে একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হিমেল মারা যান। আহত হন রিমেল।
(দ্য রিপোর্ট/আরজেড/০২ ফেব্রুয়ারি, ২০২২)