চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু
দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এর আগে গতকাল (মঙ্গলবার) একদিনে ৩১ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জন, যা গতকাল (মঙ্গলবার) ছিল ১৩ হাজার ১৫৪ জন।
বুধবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৪ হাজার ৩০৮টি। পরীক্ষা করা হয় ৪৪ হাজার ৪৫১টি নমুনা। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ২০৩ জন।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন।
নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ১৯ জন নারী। এরমধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রামে ৫, রাজশাহীতে ৬, খুলনায় ৭, বরিশাল ৩, সিলেটে ১ এবং ময়মনসিংহ ১ জন মারা গেছেন।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
(দ্য রিপোর্ট/আরজেড/০২ ফেব্রুয়ারি, ২০২২)