দ্য রিপোর্ট প্রতিবেদক: বুধবার (০২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৬টির বা ৩৩.০৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে শমরিতা হাসপাতালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস শমরিতা হাসপাতালের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০০.৮ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯৪.৮ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা বা ৫.৯৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে শমরিতা হাসপাতাল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলসের ৪.৬০ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৩.৯৭ শতাংশ, বিবিএস এর ৩.৮১ শতাংশ, আরএকে সিরামিকের ৩.৭৫ শতাংশ, বসুন্ধরা পেপারের ৩.৬৯ শতাংশ, ডেল্টা লাইফের ৩.৫১ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৩.২৩ শতাংশ, আইসিবির ৩.২২ শতাংশ, এসিআই ফর্মূলেশনের ৩.১৬ শতাংশ কমেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ ফেব্রুয়ারি, ২০২২)