দ্য রিপোর্ট ডেস্ক: উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের অন্তিমযাত্রায় দেখা গেছে মানুষের ঢল। হাজার হাজার ভক্ত-অনুরাগী ছুটে এসেছেন প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে, শ্রদ্ধা জানাতে। মানুষের চাপ সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীকেও হিমশিম খেতে হয়েছে।

রবিবার (৬ ফেব্রয়ারি) সন্ধ্যায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয়েছে ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের। এদিন প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশের নানান প্রান্তের হাই-প্রোফাইল ব্যক্তিত্বরা। ছিল প্রায় গোটা বলিউড।

শাহরুখ, আমির, বিদ্যা বালান, রণবীর কাপুররা পৌঁছেছিলেন লতাকে শ্রদ্ধা জানাতে। দীর্ঘদিন পর জনসমক্ষে এলেন শাহরুখ খান। মাদক মামলায় ছেলে আরিয়ানের গ্রেপ্তারপর্বের সময় থেকেই লাইমলাইট থেকে দূরে থাকছেন শাহরুখ।

ম্যানেজার পুনম দামানিয়ার সঙ্গে ‘সুরসম্রাজ্ঞী’কে শ্রদ্ধাঞ্জলি দিলেন কিং খান। ফুল দিয়ে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানানোর পর তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন শাহরুখ। এরপর দুই হাত ওপরে তুলে তার আত্মার শান্তি কামনা করেন। শাহরুখের এই ‘দোয়া’ পড়ার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

একই ফ্রেমে শাহরুখের ম্যানেজার পুনম দামানিয়াকে জোড়হাতে প্রার্থনা করতে দেখা গেল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার বন্যায় ভাসছে ছবিটি। সবার মুখেই একই কথা–‘এটাই আমার দেশ, আমার ভারত।’

এসআরকে ফ্যানরা মুগ্ধ এই ভাইরাল ছবিতে। একজন লিখেছেন, ‘একটাই তো মন, খান সাহাব; আর কতবার জিতবেন?’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রয়াত শিল্পীর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি মাথা নিচু করে প্রণাম করেন। এরপর ভারতের রাজনীতি, সিনেমা ও সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ ফেব্রুয়ারি, ২০২২)