জয় দিয়ে সিলেট পর্ব শুরু করতে চায় ঢাকার রুবেল
দ্য রিপোর্ট প্রতিবেদক: বঙ্গবন্ধু বিপিএলে সিলেট পর্বে আজ (মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে, মিনিস্টার ঢাকার বিপক্ষে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জয় দিয়ে সিলেট পর্ব শুরুর লক্ষ্য রুবেলের। সিলেটের উইকেটে ভালো করাটা বোলারদের জন্য চ্যালেঞ্জিং হবে বলেও মনে করছেন ঢাকার এই পেসার।
অন্যদিকে মিরাজ ইস্যুর পর থেকে ভালো সময় যাচ্ছে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। টিকে থাকতে চাইলে ভালো করতেই হবে। সে লক্ষ্যেই মাঠে নামবে চট্টগ্রাম। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ১২টায়।
তারকায় ঠাসা ঢাকা শুরুর ব্যর্থতা কাটিয়ে বিপিএলে খুলেছে তাদের ভাগ্যের চাকা। ৭ ম্যাচে তিন জয়ে ৭ পয়েন্ট সংগ্রহ মাহমুদউল্লাহ’র দলের। সিলেট পর্বেও, দারুণ শুরুর আশা করছে মিনিস্টার ঢাকা। দারুণ ছন্দে আছেন অভিজ্ঞ তামিম ইকবাল। টি-টোয়েন্টিতে শেষ দশ ম্যাচে তামিমের ব্যাটে এসেছে ৩৪০ রান। বিপিএলে রানে আছেন ক্যাপ্টেন মাহমদুউল্লাহ। বোলিং অ্যাটাকে একজন মাশরাফীই হতে পারেন ত্রানকর্তা। তিনি দলে থাকলে নাকি অন্যরাও খুজে পান জ্বলে ওঠার তাড়না।
স্লগ ওভারে নির্ভরযোগ্য আন্দ্রে রাসেলকে হারানোয় কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে ঢাকাকে। তবে, সে শূন্যতা অন্যরা পূরণ করবে বলে মনে করেন রুবেল। প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপিএলে শেষ তিন ম্যাচেই হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। মিরাজ ইস্যুর পর থেকে ছন্দ খুঁজে পাচ্ছে না চট্টলার দলটি। তবে, প্রতিপক্ষের দুর্বলতা নিয়ে ভাবছেন না রুবেল। সিলেটের উইকেট বোলারদের জন্য চ্যালেঞ্জিং হবে বলেও মত তার।
বিপিএলে শুরুর সে তেজ হারিয়ে ফেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টিকে থাকতে চাইলে ঘুরে দাঁড়াতেই হবে। ম্যাচের আগের দিন অনুশীলনে ছক্কা মেরে প্রেস বক্সের কাঁচ ভেঙ্গেছেন জ্যাকস। চট্টগ্রামের ক্যারিবীয় ব্যাটসম্যান চ্যাডউইক ওয়ালটনের বলের আঘাতে আহত হয়েছেন ভেন্যু ম্যানেজার। অনুশীলনের সে তেজ মাঠেও ফেরাতে চান ব্যাটাররা। সিলেটে জয়ে ফিরতে চায় বন্দর নগরীর দলটি।
এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটার বেনি হওয়েল বলেন, ‘আমাদের সময়টা একটু খারাপ যাচ্ছে। তবে, সিলেটে আশা করছি আমরা জয়ে ফিরতে পারবো। এখানকার উইকেটে রান করাটা খুব একটা কঠিন হবে না।’ দু’দলের শেষ দেখায় ৩০ রানের জয় পেয়েছিলো চ্যালেঞ্জার্স।
(দ্য রিপোর্ট/আরজেড/০৮ ফেব্রুয়ারি, ২০২২)