রাশিয়া সফরে যাচ্ছেন ইমরান খান
দ্য রিপোর্ট ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এ তথ্য জানিয়েছেন।
দুই দেশের মধ্যকার সুসম্পর্কের কথা উল্লেখ করে শাহ মাহমুদ কুরেশি জানান, এ মাসেই মস্কো সফরে যাবেন ইমরান খান।
এর আগে গত মাসে ফোনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর। সেই ফোনালাপে দুই নেতা পরস্পরকে নিজ নিজ দেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।
ওই ফোনালাপে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত নানা বিষয়ে কথা হয় দুই নেতার। আলোচনা হয় দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার উপায় নিয়েও।
এমন সময়ে ইমরান খানের রাশিয়া সফরের ঘোষণা এলো যার একদিন আগেই বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। ওই বৈঠক থেকে আফগানিস্তানে ‘মানবিক বিপর্যয়’ এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্যের আহ্বান জানান দুই নেতা। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা থেকে শুরু করে অর্থনৈতিক সহযোগিতা পর্যন্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ইমরান খান ও শি জিনপিং।
খবর ডন
(দ্য রিপোর্ট/আরজেড/০৮ ফেব্রুয়ারি, ২০২২)