একদিনের পতনের পর ফের উত্থান পুঁজিবাজারে
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে ( ডিএসই) সপ্তাহের তৃতীয় দিনের লেনদেন সৃচকের বৃদ্ধিতে শেষ হয়েছে।
ঢাকা স্টক একচেঞ্জ ওয়েভসাইট সুত্রে এই তথ্য পাওয়া গিয়েছে।
ডিএসই ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে ডিএসই সাধারণ সৃচক ডিএসইক্স পৃর্বের দিন থেকে ২১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭০৭২ পয়েন্টে অবস্থান করছে। বাকি দুই সৃচকের মধ্যে ডিএসই শরীয়া সৃচক ১ পয়েন্ট বেড়েছে। অবস্থান করছে ১৫১১ পয়েন্টে। ডিএসই ৩০ সৃচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬১০ পয়েন্টে।
লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বিএসসি,ইসলামী ব্যাংক,বেক্সিমকো,ফরচুন সু,বিলিজিং,বিএটিবিসি,কুইন সাউথ,ডেল্টা লাইফ,অরিয়ন ফার্মা,আ্যাকমি ল্যাব।
সৃচক বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি হচ্ছে বে লিজিং আ্যন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড,উত্তরা ফিন্যান্স, তামজিদ টেক্সটাইল মিলস লিমিটেড,বিডি থাই ফুড,ইউনিয়ন ইন্সুরেন্স, অলিমিম্পিক এক্সসরিস লিমিটেড,ইয়ালিন পলিমার লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড,খান ব্রাদার্স পিপি ওভেব ব্যাগ ইন্ডাস্ট্রিস লিমিটেড,ফার ক্যামিকেল ইন্ডাস্ট্রিস লিমিটেড।
অন্যদিকে সৃচক কমেছে এমন কোম্পানিগুলোর মধ্যে কোম্পনি গুলো হচ্ছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিস লিমিটেড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, বিএসই,রুপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি,অলটেক্স ইন্ডাস্ট্রিস,শিপইয়ার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড,রেনইউক জেজন্যাসওয়্যার আ্যন্ড কোম্পানি লিমিটেড,লিবরা ইনফিউশন লিমিটেড,গ্রিন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেড এবং বিবিএস।
সপ্তাহের তৃতীয়দিন ডিএসইতে ৩৮০ টি কোম্পানির শেয়ার এবং মিচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। যেগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৬ টি কোম্পানির।অপরিবর্তিত আছে ৫৫ টির। দাম কমেছে ১৪৯ টি শেয়ারের।
(দ্য রিপোর্ট/আরজেড/০৮ ফেব্রুয়ারি, ২০২২)