করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে
দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ২৬৪ জন। এর আগে গতকাল (বুধবার) ৩৩ জনের মৃত্যু এবং ৮ হাজার ১৬ জন রোগী শনাক্ত হয়েছিল।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৫৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪২ হাজার ৮৬৭টি নমুনা। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ২৬৪ জনের। মৃত্যু হয়েছে ৪১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৪৬ জন।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৪৪ জন। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৪৪ হাজার ৫৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ।
নতুন মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ২২ জন, চট্টগ্রাম বিভাগের ৬ জন, রাজশাহী বিভাগের ৫ জন, খুলনা বিভাগের ৩ জন, সিলেট বিভাগে ২ জন এবং রংপুর বিভাগের ৩ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
(দ্য রিপোর্ট/আরজেড/১০ ফেব্রুয়ারি, ২০২২)