ইসি গঠনে নাম জমা দিলো ৩১টি রাজনৈতিক দল
দ্য রিপোর্ট প্রতিবেদক: ৩১টি রাজনৈতিক দল সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রস্তাবিত নামের তালিকা জমা দিয়েছে। তবে বিএনপি কোনো নামের তালিকা জমা দেয়নি। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত প্রস্তাবিত নামের তালিকা জমা দেয় এই রাজনৈতিক দলগুলো।
প্রস্তাবিত নামের তালিকা জমা দেয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশনসহ মোট ৩১টি দল। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯টি।
শুক্রবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নাম জমা দিতে আসে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। তারা ১০ জনের নাম জমা দিয়েছে। তবে কারও নাম প্রকাশ করেনি আওয়ামী লীগের নেতারা। বিকল্পধারা, জাপা মঞ্জু, তরিকত ফেডারেশনসহ বেশ কয়েকটি দল তাদের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিলেও কারও নাম প্রকাশ করেননি কেউ।
নাম জমা নেয়ার কাজটি তদারকির জন্য শুক্রবারেও সচিবালয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব। তবে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী মন্ত্রিপরিষদ বিভাগে জমা পড়েছে ৩ শতাধিক নাম। অনেকে ব্যক্তি পর্যায়ে সার্চ কমিটির কাছে পছন্দের নাম প্রস্তাব করেছেন। প্রস্তাবিত নামগুলো থেকে রাষ্ট্রপতির কাছে সংক্ষিপ্ত তালিকা পাঠাবে সার্চ কমিটি। সেই তালিকা থেকে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্য ৪ কমিশনার নিয়োগ দেবেন। বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ১৪ ফেব্রুয়ারি।
(দ্য রিপোর্ট/আরজেড/১১ ফেব্রুয়ারি, ২০২২)