দ্য রিপোর্ট প্রতিবেদক: ভূমধ্যসাগরে ঠান্ডায় প্রাণ হারানো ৭ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর একজনের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে একটি ফ্লাইটে ইমরান হোসেন নামের ওই ব্যক্তির মরদেহ ঢাকায় পৌঁছায়।

ইতালির বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নিহত ইমরান হোসেনের বাড়ি মাদারীপুরের সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্ক ইমরান হাওলাদারের মরদেহ গ্রহণ করে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাকি মরদেহ আজ শনি ও আগামীকাল রবিবার পৌঁছাবে বলে জানিয়েছে দূতাবাস।

গত ২৫ জানুয়ারি ইতালির জনশূন্য লাম্পেডুসা দ্বীপে যাওয়ার সময় তীব্র ঠান্ডায় মারা যান এই ৭ বাংলাদেশি। তারা লিবিয়া থেকে ইতালি যাচ্ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ ফেব্রুয়ারি, ২০২২)