দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১৯ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৩৮ জন। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ৯ হাজার ৬৪৬ জন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৮৫৩ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৬ লাখ ৭৮ হাজার ৬৫৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩২ হাজার ৫০৩টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৩২ হাজার ৫৭৪টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৯ লাখ ৯৫ হাজার ৯৮টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৭ লাখ ৫২ হাজার ৭৫৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪২ লাখ ৪২ হাজার ৩৪২টি। গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৭০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৯০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৮ জনের মধ্যে পুরুষ ২০ জন আর নারী আটজন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৪০২ জন আর নারী মারা গেলেন ১০ হাজার ৪১৭ জন।

বয়স বিবেচনায় তাদের মধ্যে সবচেয়ে বেশি বয়সের মারা গেছেন ৭১ থেকে ৮০ বছরের; ১০ জন। এরপর ৫১ থেকে ৬০ বছরের আছেন পাঁচজন। ৪১ থেকে ৫০ বছর আর ৬১ থেকে ৭০ বছরের আছেন তিনজন করে, ২১ থেকে ৩০ বছরের দুইজন আর ১১ থেকে ২০ বছর, ৩১ থেকে ৪০ বছর, ৮১ থেকে ৯০ বছর, ৯১ থেকে ১০০ বছর আর ১০০ বছরের ঊর্ধ্বে আছেন একজন করে।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া ২৮ জনের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১২ জন। খুলনা বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগে চারজন, চট্টগ্রাম ও রংপুর বিভাগে দুইজন করে আর বরিশাল ও সিলেট বিভাগে মারা গেছেন একজন করে।

অধিদফতরের তথ্য মতে, যে ২৮ জন মারা গেছেন তাদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৩ জন আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন পাঁচজন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ ফেব্রুয়ারি, ২০২২)