দ্য রিপোর্ট ডেস্ক: আগের দিন কেউ কেনেনি সাকিব আল হাসানকে। আইপিএল নিলামের দ্বিতীয় দিন ফিরতি একটা সুযোগ ছিল তার। সেখানেও তাকে নিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি।

এবারের আইপিএল নিলামে ২ কোটি ভিত্তি মূল্য ছিল সাকিবের। তবে তার জন্য দর হাঁকায়নি কোনো ফ্র্যাঞ্চাইজিই। ফলে সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার অবিক্রীত থেকে গেলেন।

গত আইপিএলে হতাশ করা পারফরম্যান্স ছিল সাকিবের। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৮ ম্যাচে মাত্র ৪টি উইকেট নেন তিনি। আর ব্যাট হাতে করেন মাত্র ৪৭ রান।

সে কারণেই হয়তো এবারের আইপিএলে দুই বারের নিলামেও কোনো দল পাননি বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার। ফলে ২০১১ সালের পর এই প্রথম সাকিব আল হাসান খেলবেন না আইপিএলে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ ফেব্রুয়ারি, ২০২২)