দ্য রিপোর্ট প্রতিবেদক: মৃত্যুজনিত কারণে চারজন কর্মকর্তার পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে দেশের সুপারব্র্যান্ড ও ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

রোববার (ফেব্রুয়ারি ১৩, ২০২২) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ‘মৃত্যুজনিত অনুদান প্রদান’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ। এতে ওয়ালটন ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মৃত নাজির উদ্দিন খান, বহদ্দারহাট ওয়ালটন প্লাজার সেলস অ্যাসোসিয়েট মৃত আশরাফুল আলম খান ও শ্রীমঙ্গল শাখার সেলস অ্যাসোসিয়েট মৃত রাব্বী লস্কর এবং কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট (সিএসএম) বিভাগের স্পেশাল টেকনিশিয়ান মৃত শাহাদাত হোসেন মুন্নার পরিবারকে প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকার চেক দেওয়া হয়।


এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নজরুল ইসলাম সরকার ও হুমায়ূন কবীর, ওয়ালটন প্লাজা ট্রেডসের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রায়হান ও ডেপুটি চিফ এক্সিকিউটি অফিসার আবুল কালাম আজাদ, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ইমদাদুল করিম, এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, শহীদুল ইসলাম ও মোহাম্মদ রফিকুল ইসলাম, অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মোহাম্মদ শিবলী সাদিক, সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিকাশ চন্দ্র সেন প্রমুখ।

অনুষ্ঠানে মৃত চার কর্মকর্তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মৃত নাজির উদ্দিন খানের স্ত্রী নাসিমা আকতার, স্পেশাল টেকনিশিয়ান মৃত শাহাদাত হোসেন মুন্নার স্ত্রী হাওয়া বেগম, সেলস অ্যাসোসিয়েট মৃত আশরাফুল আলম খানের বাবা সাদিক আলী খান এবং মৃত রাব্বী লস্করের ভাই গোলাম রাব্বানী লস্কর অনুদানের চেক গ্রহণ করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ ফেব্রুয়ারি, ২০২২)