ফুল কিনে রাস্তা পারাপারের সময় যুবকের মৃত্যু
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর মৎস্য ভবন এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় দিপু সর্দার (২৮) নামে এক যুবক গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০০ নম্বর ওয়ার্ডে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
দিপুকে নিয়ে আসা মাহবুব জানান, নিহত ব্যক্তি আজকে বিক্রির জন্য ফুল কিনতে শাহবাগে আসেন। ফুল কিনে যাত্রাবাড়ীর মাতুয়াইলে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়।
তিনি আরও জানান, নিহতের বাসা মাতুয়াইলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৪ ফেব্রুয়ারি, ২০২২)