ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন
দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (১৪ ফেব্রুয়ারি) ২৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৭৩ লাখ ১৪ হাজার ৪২২টি শেয়ার ৫৭ বার হাত বদলের মাধ্যমে ৫৯ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৫ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার টাকার লেনদেন হয়েছে বিডি ফাইন্যান্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ কোটি ৬ লাখ ৬৪ হাজার টাকার রেনেটা এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি ৩১ লাখ ৭১ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের।
(দ্য রিপোর্ট/আরজেড/১৪ ফেব্রুয়ারি, ২০২২)