কুচকাওয়াজের মধ্য দিয়ে কোস্টগার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী শুরু
দ্য রিপোর্ট প্রতিবেদক: উপকূলীয় ও সমুদ্র নিরাপত্তা বাহিনী কোস্টগার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলাদেশ কোস্টগার্ড দিবস আজ। দিনটিকে ঘিরে আগারগাঁও কোস্ট গার্ড সদর দপ্তরে নেওয়া হয়েছে নানা আয়োজন। কুচকাওয়াজের মাধ্য দিয়ে শুরু হয়েছে দিনের আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।
পাশাপাশি অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন এবং আমন্ত্রিত অন্য সামরিক ও অসামরিক অতিথিরা উপস্থিত আছেন।
অনুষ্ঠানের বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তা, নাবিক ও কর্মচারীদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য কোস্ট গার্ড পদক ও বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করা হবে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৫ ফেব্রুয়ারি, ২০২২)