দ্রুতই ১০ জনের নাম সুপারিশ করবে সার্চ কমিটি
দ্য রিপোর্ট প্রতিবেদক: মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশন (ইসি) গঠনে ১০ জনের নাম সুপারিশ করবে সার্চ কমিটি। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এদিকে, দেশের বেশিরভাগ রাজনৈতিক দল সার্চ কমিটিতে সম্ভাব্য কমিশনাদের নামের সুপারিশ করলেও নাম দেয়নি বিএনপি। চূড়ান্ত মনোনয়নের আগে নিবন্ধিত রাজনৈতিক দল যারা নাম দেননি তারা দিলে বিবেচনা করবে সার্চ কমিটি। বিএনপিসহ বেশ কয়েকটি দল নাম না দেওয়ায় ব্যথিত সার্চ কমিটি। মঙ্গলবার বিকেলে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন সিনিয়র সাংবাদিকরা।
বের হয়ে সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল জানান, বিএনপিসহ বেশ কয়েকটি দল নাম না দেওয়ায় ব্যথিত কমিটি। চূড়ান্ত মনোনয়নের আগে নাম দিলে বিবেচনা করার কথা তাদের জানিয়েছে কমিটি।
বিতর্ক দেখা দিয়েছে ৩২২ জনের খসড়া নাম প্রকাশ নিয়েও। ৩২২ জনের নাম প্রকাশ করা ঠিক হয়নি। চূড়ান্ত মনোনয়ন দেওয়া ১০ জনের নামও প্রকাশ ঠিক হবে না- বুলবুলের এমন মতের সঙ্গে একমত নন আরেক সিনিয়র সাংবাদিক নঈম নিজাম।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বাস্তবতায় শতভাগ নিরপেক্ষ ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন কাজ। তবে তালিকায় থাকা দক্ষ আর বিবেকবান ব্যক্তি বাছাই করাই হবে বড় চ্যালেঞ্জ। আগামী ২৪ ফেব্রুয়ারির আগে চূড়ান্ত ১০ জনের নাম পাঠানোর সম্ভাবনা কম বলে জানা গেছে বৈঠক সূত্রে। সেই তালিকা থেকেই নতুন কমিশনের নাম প্রকাশ করা হবে। সার্চ কমিটির মেয়াদ শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।
(দ্য রিপোর্ট/আরজেড/১৬ ফেব্রুয়ারি, ২০২২)