লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
দ্য রিপোর্ট প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক হত্যায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম বুধবার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. জসিম, সফিকুর রহমান, রুবেল হোসেন, নূর মিয়া ব্যাপারী ও তৌহিদুর রহমান। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে জুয়েল, মোক্তার হোসেন ও রাহেলা বেগমকে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর সকালে রায়পুর উপজেলার উত্তর চরবংশী গ্রামের কৃষক আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। সেদিন রাতে ১০ জনকে আসামি করে আকবরের ছেলে তৌহিরুল ইসলাম রায়পুর থানায় হত্যা মামলা করেন।
২০১৯ সালের ১ এপ্রিল পুলিশ ১১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয়।
আইনজীবী জসিম বলেন, ‘১৮ জনের স্বাক্ষ্য নেয়া শেষে এই মামলায় আদালত পাঁচজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি তিন আসামি ওসমান কবিরাজ, মোশারেফ হোসেন ও সুমাইয়া বেগমকে খালাস দেয়া হয়েছে।’
রায়ে সন্তুষ্টি জানিয়েছেন নিহতের স্বজনরা। তারা রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। একই সঙ্গে খালাস পাওয়া তিনজনের বিরুদ্ধে আপিলের কথাও জানান।
আসামিপক্ষের আইনজীবী মুনছুর জিলানী নোমানের দাবি, এই হত্যার সঙ্গে দণ্ডিতরা কোনোভাবেই জড়িত না। এই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে যাবেন।
(দ্য রিপোর্ট/আরজেড/১৬ ফেব্রুয়ারি, ২০২২)