আস্থায় শীর্ষে স্টাইলক্রাফট
দ্য রিপোর্ট প্রতিবেদক: বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৯টির বা ৩৬.৮৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে স্টাইল ক্রাফটের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস স্টাইলক্রাফটের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৮.৮০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩০.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১১.৮০ টাকা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে স্টাইলক্রাফট ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রহিম টেক্সটাইলের ৮.৭৪ শতাংশ, আরামিট সিমেন্টের ৭.৪২ শতাংশ, এপেক্স ট্যানারির ৭.১১ শতাংশ, ফার্মা এইডসের ৬.৯৮ শতাংশ, ইয়াকিন পলিমারের ৬.৯৫ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৫.৯৯ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৫.৮৫ শতাংশ, এপেক্স ফুডসের ৫.৭৯ শতাংশ এবং শমরিতা হসপিটালের শেয়ার দর ৫.২০ শতাংশ বেড়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৬ ফেব্রুয়ারি, ২০২২)