কানাডা পৃথিবীর সব খুনির আশ্রয়স্থল হওয়া উচিত নয়: পররাষ্ট্রমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: কানাডা পৃথিবীর সব খুনিকে আশ্রয় দেওয়ার জায়গা হওয়া উচিত নয় বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলাসের সঙ্গে এক বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি কানাডিয়ানদের বললাম, পৃথিবীর সব খুনিকে আশ্রয় দেওয়ার স্থান কানাডা হওয়া উচিত নয়। এই লোকটাকে (নুর চৌধুরী) ফেরত দিয়ে এই বদনাম থেকে তোমরা মুক্ত হও।’
আব্দুল মোমেন বলেন, ‘দুজনের একজন কানাডায় এবং আরেকজন যুক্তরাষ্ট্রে আছে। তাদের আনার জন্য যা যা প্রচেষ্টা, আমরা সেটি চালিয়ে যাচ্ছি। আমরা যখনই তাদের (রাষ্ট্রদূত) সঙ্গে আলাপ করি, এ বিষয়টি উত্থাপন করি।’
সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের বিষয়ে মন্ত্রী বলেন, ‘তাদের সঙ্গে অনেক ইতিবাচক আলাপ হয়েছে। আমরা চাইছি, তাদের সঙ্গে সরাসরি শিপিং যোগাযোগ। তারাও বলেছে, ডাইরেক্ট শিপিং হলে ভালো।’
উল্লেখ্য, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে সফর করেন এবং প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ওই দেশ থেকে আমদানি করি প্রায় ১৮০ কোটি ডলারের পণ্য এবং গত বছর আমরা প্রায় ৫০ কোটি ডলারের মতো পণ্য পাঠিয়েছি।’
বাংলাদেশ থেকে রফতানি বৃদ্ধির জন্য চেষ্টা আছে সরকারের, জানিয়ে তিনি বলেন, ‘আমাদের যথেষ্ট সবজি আছে, কৃষিজাত পণ্য আছে এবং সেগুলো আমরা আরও বেশি করে পাঠাতে চাই।’
র্যাবের নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে যুক্তরাষ্ট্রকে যে চিঠি দেওয়া হয়েছে, তার কোনও উত্তর এসেছে কিনা, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এর ওপরে আমরা কাজ করছি।’
বিদেশে নেতিবাচক প্রচারণা ঠেকানোর জন্য সরকার কী করছে, এ প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একজন সুইডিশ সংসদ সদস্য তাদের পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি দিয়েছিলেন। উনার একজন ভোটার উনাকে মিথ্যা তথ্য দিয়েছিলেন। কিন্তু পরে আমরা সঠিক তথ্য দেওয়ার ফলে তিনি চিঠিটি প্রত্যাহার করে নিয়েছিলেন এবং বলেছেন যে, উনার ভুল হয়েছে।’
(দ্য রিপোর্ট/আরজেড/১৭ ফেব্রুয়ারি, ২০২২)