নয়াদিল্লিতে চার দফা মৃদু ভূকম্পন
দিরিপোর্ট২৪ ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে চার দফা মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার রাতে তিনঘণ্টার মধ্যে এসব ভূকম্পন অনুভূত হয় বলে জানা গেছে।
রাত ১২টা ৪১ মিনিটে রিখটার স্কেলে ৩.১ মাত্রায় প্রথমবার ভূকম্পন অনুভূত হয় বলে ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে।
এরপর রাত ১টা ৪১ মিনিটে ৩.৩ মাত্রার, রাত ১টা ৫৫ মিনিটে ২.৫ মাত্রার ও রাত ৩টা ৪০ মিনিটে ২.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের পর আতঙ্কে অনেকেই তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। দীপক নামে এক ব্যক্তি জানান, ‘আমরা চার দফা কম্পন অনুভব করেছি। ভূমিকম্পের পর আমরা ঘর ছেড়ে বের হয়ে গিয়েছিলাম। বাচ্চারাও অনেক ভয় পেয়েছে।’
রাজধানীর বাসিন্দারা খুদে ব্লগিং সাইট টুইটারেও ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে তাদের অনুভূতির কথা জানিয়েছেন। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে।
(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ১২, ২০১৩)