দ্য রিপোর্ট প্রতিবেদক: বিপিএলের ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট করতে নেমে ঝড়ো ফিফটি হাঁকিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার সুনিল নারিন। এই রান করতে তিনি খেলেন মাত্র ২১ বল। তবে ফিফটি হাঁকিয়ে তিনি বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ২৩ বলে ৫৭ রান করে ক্যাচ আউট হয়ে মাঠ ত্যাগ করেন নারিন।

আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলায় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা ও বরিশাল।

বরিশালের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ো গতিতে রান তুলতে থাকেন কুমিল্লার ওপেনার সুনিল নারিন। এ সময় তাকে সঙ্গ দেন লিটন দাস। লিটন ৬ বলে ৪ রান করে বিদায় নেন। তবে এক প্রান্ত আগলে রেখে ঝড়ো গতিতে রান তুলতে থাকেন নারিন।

তিনি মাত্র ২১ বলে অর্ধশতক করেন। তবে ফিফটি হাঁকিয়ে তিনি বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ২৩ বলে ৫৭ রান করে মেহেদি হাসান রান বলে ক্যাচ আউট হয়ে মাঠ ত্যাগ করেন নারিন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ ফেব্রুয়ারি, ২০২২)