১ লক্ষ ৩৩ হাজার পিস ইয়াবাসহ ০১ জন পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড
দ্য রিপোর্ট প্রতিবেদক: শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখ ভোর আনুমানিক ০৪০০ ঘটিকায় বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশা এর নেতৃত্বে টেকনাফ থানাধীন নাইট্যং পাড়া ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ থামার সংকেত দেয়। পরবর্তীতে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ১ লক্ষ ৩৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আজমির আলী(৩১) নামের একজন পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, কাভার্ড ভ্যান এবং আটককৃত ইয়াবা পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৯ ফেব্রুয়ারি, ২০২২)