অভিনেতা এটিএম শামসুজ্জামান চলে যাওয়ার ১ বছর
দ্য রিপোর্ট প্রতিবেদক: একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামান চলে যাওয়ার এক বছর পূর্ণ হলো আজ। ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি নিজ বাসভবনে মারা যান স্বনামধন্য এ অভিনেতা।
এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল গণমাধ্যমকে জানিয়েছেন, বাবার জন্য বাসায় মিলাদের আয়োজন করা হয়েছে। এছাড়া তিনি যেটা পছন্দ করতেন, কোরআন তিলাওয়াত ও এতিমদের খাওয়ানো-সে আয়োজনও রাখা হয়েছে।
আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান পর্দায় এটিএম শামসুজ্জামান নামেই পরিচিত ছিলেন। তিনি একাধারে অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যলেখক। ২০১৫ সালে একুশে পদক পেয়েছিলেন তিনি। পাঁচবার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
(দ্য রিপোর্ট/আরজেড/২০ ফেব্রুয়ারি, ২০২২)