দ্য রিপোর্ট প্রতিবেদক: ইসি গঠনে ১০ জনের নাম এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান। রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠকে শেষে এ কথা জানান তিনি।

তবে, এসময় বৈঠকে ১২-১৩ জনের নামের তালিকা চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি। বিচারপতি ওবায়দুল হাসান বলেন, 'মঙ্গলবার আবারো বৈঠকে বসবে সার্চ কমিটি। সেদিনই ১০ জনের নামের তালিকা চূড়ান্ত হতে পারে। এরপর তারা রাষ্ট্রপতির কাছে নামগুলো সুপারিশ করবেন'।

তবে, চূড়ান্ত ১০ জনের নাম প্রকাশ করা হবে না বলে জানান তিনি। এরপর অনুসন্ধান কমিটি যে ১০ জনের নাম সুপারিশ করবে, সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

এর আগে, নতুন নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটি গঠনের পর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোসহ নাগরিকদের কাছে পছন্দের ব্যক্তিদের নাম চাওয়া হয়েছিল। পরে রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিপর্যায় থেকে আসা তিনশতাধিক নাম ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয় নূরুল হুদা কমিশনের মেয়াদ। আর ২৪ ফেব্রুয়ারি শেষ হবে সার্চ কমিটির ১৫ কার্যদিবস। ওই দিনের মধ্যেই সব প্রক্রিয়া শেষে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের নিয়োগ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ ফেব্রুয়ারি, ২০২২)