দ্য রিপোর্ট প্রতিবেদক: টেকনাফের ইউএনও জানান, ৩ নম্বর সতর্ক সংকেত জারির কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটকবাহী সব জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে।

বৈরি আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

আবহাওয়া অধিদপ্তর রোববার রাত ১০টার দিকে সাগর উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলায় টেকনাফ উপজেলা প্রশাসন ওই রুটে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

তিনি জানান, ৩ নম্বর সতর্ক সংকেত জারির কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটকবাহী সব জাহাজ চলাচল বন্ধ করা হয়। এছাড়া মালবাহী ট্রলার চলাচলও বন্ধ করা হয়েছে।

টেকনাফ-সেন্টমার্টিন রুটে দমদমিয়া ঘাট থেকে আটটি ও কক্সবাজারের বিআইডব্লিউ ঘাট থেকে পর্যটকবাহী একটি জাহাজ চলাচল করে।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ ফেব্রুয়ারি, ২০২২)