দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেন সংকট নিরসনে যুদ্ধ নয়, কূটনীতির পথে হাঁটতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই কূটনৈতিক সমাধানের বিষয়ে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ঐক্যমত হয়েছেন। পুতিনের সঙ্গে ম্যাক্রোঁর ফোনালাপের পর রোববার ফরাসি প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে।

এলিসি প্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আগামী দিনগুলোতে বিষয়টি কার্যকর করতে বৈঠক করবেন। ইউরোপে একটি নতুন নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাশিয়া, ইউক্রেন ও মিত্রদের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে একটি সম্ভাব্য শীর্ষ বৈঠক আয়োজনে তারা কাজ করবেন।

এদিকে পৃথক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, ‘জরুরি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নরম্যান্ডি ফরম্যাটের নেতাদের রাজনৈতিক উপদেষ্টাদের মাধ্যমে কূটনৈতিক উপায়ে সমাধান দ্রুততর করার প্রয়োজনীয়তা স্বীকার করেছেন দুই প্রেসিডেন্ট। এই যোগাযোগ যুদ্ধবিরতি পুনরায় কার্যকরে সহায়তা করবে এবং ডনবাসে বিরোধ নিষ্পত্তিতে অগ্রগতি নিশ্চিত করবে।’

(দ্য রিপোর্ট/আরজেড/২১ ফেব্রুয়ারি, ২০২২)