দ্য রিপোর্ট ডেস্ক: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার রুশ উদ্যোগের সমালোচনা করে বলেছেন, এটি ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন।

এক বিবৃতিতে তিনি বলেন, রুশ ফেডারেশনের এ সিদ্ধান্ত আঞ্চলিক অখন্ডতা ও ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

উল্লেখ্য, মস্কোর স্থানীয় সময় সোমবার রাতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন পূর্ব ইউরোপের দুই অঞ্চল ডোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ ফেব্রুয়ারি, ২০২২)